Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জনসচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি আয়োজন
বিস্তারিত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্যের সচেতনতা বৃদ্ধির নিমিত্তে জনসচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ০৮/১১/২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো: আশরাফুল আলম, জেলা নিরাপদ খাদ্য অফিসার, জামালপুর। বিশেষ অতিথি ছিলেন জনাব রাবেয়া বেগম, স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মেলান্দহ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জনাব রাবেয়া বেগম। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতে সকল শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন এবং এই জ্ঞান পরিবারে এবং অন্যান্য ক্ষেত্রে বিতরণ করার জন্য সকল শিক্ষার্থীদের আহ্বান জানান। নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল আলম শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম তুলে ধরেন। তিনি পিপিটির (পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন) মাধ্যমে খাদ্য নিরাপদ রাখার পদ্ধতি, খাদ্য কিভাবে অনিরাপদ হয় এবং অনিরাপদ খাদ্য গ্রহনে স্বাস্থ ঝুকি সমূহ আলোচনা করেন যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। এড প্রজক্টরের মাধ্যমে প্রদর্শনের ফলে শিক্ষার্থীরা তাদের পূর্বের বদ্ধমূল ধারণা নতুনভাবে অভিযোজিত পরিবর্তিত হয়েছে বলে মতামত প্রদান করে।

  শিক্ষার্থীদের মাঝে আলোচনার উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেরা দশ (১০) জনকে পুরষ্কার প্রদান করা হয়।

শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ক লিফলেট ও বিভিন্ন পোষ্টার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লঘুুযুক্ত টি-শার্ট  দেওয়া হয়। নিরাপদ খাদ্য বিষয়ক র‌্যালির আয়োজন করা হয় যা শিক্ষার্থ ী এবং জনসাধরণের মাঝে সচেতনতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। র‌্যালির মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়।

                                                       বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, জামালপুর

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/11/2022
আর্কাইভ তারিখ
11/11/2023