Title
Monitoring activities in Islampur upazila
Details
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জামালপুর কর্তৃক ইসলামপুর উপজলার নটারকান্দা গ্রামে 'বিন্দিয়া আইসক্রিম ফ্যাক্টরি' পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে, ক্ষতিকর রঙ, ঘনচিনি, পিপারমেন্ট ও ফ্লেভার দিয়ে আইসক্রিম, বালিশ পাইপ, পাইপ দই, আইস ললি প্রভৃতি শিশুখাদ্য তৈরি করতে দেখা যায়। মানবস্বাস্থ্যের জন্য অনিরাপদ খাদ্য ও খাদ্যোপকরণ জব্দ ও জনসম্মুখে ধ্বংশ করা হয়। ধর্মকূড়া বাজারে বিভিন্ন মুদির দোকান ও পাইকারি দোকান পরিদর্শনকালে অনিরাপদ ললিপপ ধ্বংস করা হয়। এছাড়াও, থানামোড় এলাকায় 'জেমকো দই হাট' মনিটরিং করা হয়। জেলা নিরাপদ
খাদ্য অফিসার জনাব আশরাফুল আলম এর নেতৃত্বে পরিচালিত সংশোধনী অভিযানে সার্বিক সহোযোগিতা করেন জনাব নাসিমা আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, ইসলামপুর।
নিরাপদ খাদ্য আইন মেনে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত, বিক্রয়, পরিবহনে দিকনির্দেশনা প্রদান ও জনসচেতনতামূলক লিফলেট, পাম্পলেট ইত্যাদি বিতরণ করা হয়।